সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ভ্যান ইজিবাইক চালকদের সচেতনতায় ভ্রাম্যমাণ ক্যাম্পেইন  শ্যামনগরে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেমিনিস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত শ্যামনগরের ছদ্দবেশী বোরকা পরিহিত এক পুরুষ আটক শ্যামনগরে নৌকার প্রার্থী দোলনকে গণসংবর্ধনা জামায়াত অধ্যুষিত সংসদীয় আসনে শক্ত অবস্থান জগলুল হায়দারের শিশুশ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও করনীয় বিষয়ক সভা অনুষ্ঠিত এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ সাতক্ষীরায় উত্তরণ এর আয়োজনে SIDA2GROW প্রকল্পের তৃণমূল পর্যায়ের সভা অনুষ্ঠিত শ্যামনগরে উত্তরণ এর আয়োজনে SIDA2GROW প্রকল্পের তৃণমূল পর্যায়ের সভা উত্তরণ এর আয়োজনে SIDA2GROW প্রকল্পের তৃণমূল পর্যায়ের সভা অনুষ্ঠিত
শোককে শক্তিতে রুপান্তরিত করে সকল অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে-জগলুল হায়দার

শোককে শক্তিতে রুপান্তরিত করে সকল অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে-জগলুল হায়দার

গাজী আল ইমরান :সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।মঙ্গলবার(১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ,চিত্রাঙ্কন,আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান,কৃষি অফিসার নাজমুল হুদা,সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, ভিএস সুব্রত বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,শ্যামনগর থানার ওসি তদন্ত মুহাম্মদ হাফিজুর রহমান,উপজেলা সমবায় অফিসার মো. জাকির হোসেন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবির,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাবু সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। জগলুল হায়দার তার বক্তব্যে বলেন, “ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি”।তিনি বলেন বাঙ্গালীর প্রতি বঞ্চনা, নিপিড়ন, নির্যাতন, মাতৃভাষার উপরে আঘাত এবং অধিকার হরনের ইতিহাস। যার জন্ম না হলে সেই দুঃস্বপ্নের বৈষম্য থেকে আমরা মুক্তি পেতাম না তিনি বাংলার প্রাণ পুরুষ আমাদের জাতির পিতা, তিনি ছিলেন বলে আজ আমরা এখানে আসতে পেরেছি।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: আপনি নিউজ কপি করার চেষ্টা করছেন। অনুগ্রহ করে এডমিনের সাথে যোগাযোগ করুন। Power By- Sundarban IT Limited